ফুটবলকে একদম সহজভাবে দেখলে মাঠে দুইটা ব্যাসিক কাজ করতে হয়। গোল ঠেকাতে হয় এবং গোল দিতে হয়। সেখানে আমার ক্লাব বাকি সব কাজই করে নিচ্ছে শুধুমাত্র গোল ঠেকানো আর দেয়া বাদে। দলে নেই কোনো নাম্বার নাইন, গত দুই সিজন ধরে দলের ৩ জন বিগম্যান যাদের ওপর নির্ভর করতো ম্যাচের ভাগ্য তাদের একজন সৌদি গিয়ে গোল দিচ্ছে , একজন সিজন লং ইন্জুরিতে আরেকজনকে এমন পজিশনে খেলানো হচ্ছে যেখানে তিনি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। দলের সেরা ডিফেন্ডার ও গোলকিপার ACL ইন্জুরিতে দলের বাহিরে। এখন ভরসা বলতে আছেই জোড়া কয়েক তাগড়া মিডফিল্ডার। কিন্তু সেই ব্যাসিকে ফিরে গেলে নাই সেই গোল দেবার মানুষ, নাই গোল ঠেকানোর কোনো উপায়। একজন অপটিমিস্টিক মানুষ হয়েও এই সিজনে পেসিমিজম ছাড়া অন্য কিছু খুজে পাচ্ছি না।
No comments:
Post a Comment