সিজন ৬, এপিসোড ১০। উইন্ডস অফ উইন্টার।
অবশেষে দেখা শেষ করলাম। পুরো সিরিজ দেখতে দেড় মাস লাগলো। ভাবতেই কষ্ট লাগতেছে যে সিজন ৭ এর জন্য আরো এক বছর অপেক্ষা করতে হবে। গট দেখতে দেখতে লাষ্ট কিছুদিন অনেক ভালোই যাচ্ছিলো। পরীক্ষার কয়দিন দেখা না হলেও তাঁর আগে প্রত্যেকদিনই একটু একটু করে দেখতাম।।। এখন অ্যারো দেখা শুরু করবো। তাও ফাঁকে ফাঁকে গট আবার রিপিট দেখবো।
গটের ফেভারিট ক্যারেকটারে মধ্যে নেড, রব,বেইলিশ, জেইমি,আরিয়া, দ্যানেরিস। তবে সবথেকে বেশি ভালো লাগছে জন স্নো আর টিরিওন ল্যানিস্টারকে।
হেটেড ক্যারেকটারের মধ্যে জফরি, রামসে,থিওন, ছাড়ছি,টাইউইন।
সিজন ১ এর ৯ নম্বর এপিসোডে নেডের আর সিজন ৩ এ রবের ডেড টা সবথেকে খারাপ লাগছে।
গেম অফ থ্রোণস ইতিহাসের অন্যতম সেরা টিভি সিরিজ। যার অন্যতম কারণ এর রাইটার জর্জ মার্টিনের অসাধারণ দক্ষতা। এর চিন্তাভাবনা এতটাই অালাদা যে একেক এপিসোড দেখার সময় মনে হয়েছে একেক চরিত্রের মাথার মধ্য আছি।মাঝে মধ্যে মনে হয়েছে মার্টিনের মাথা ওয়েস্টেরসের মধ্য ঢুকে রয়েছে। সেখানে বিশ্বাসঘাতকতা আর রক্তের খেলা চলছে। রাজপরিবারের সদস্যরা বেশ্যাবৃত্তি, ব্যাভিচার, ইনসেস্ট করে চলছে। পরিবার নিয়ে যুদ্ধ চলছে।
মানবইতিহাসের পলিটিক্স যে কতটা নিষ্ঠুর তা মার্টিন পুরোপুরি ভাবে ফুটিয়ে তুলেছে। সিকিউরিটি হিসেবে দুই পরিবারের বিয়ে, পারিবারিক দ্বন্দ, যুদ্ধে অবাক করা সব কৌশল, ধর্ম, নিজের পরিবারের প্রতি অসীম ভালোবাসা অণ্যর প্রতি ঘৃণা। মজার ব্যাপার এটাতে যে পলিটিক্স দেখানো হয়েছে তা এখনো মানবসমাজে প্রচলিত।
তবে গেম অফ থ্রোণস এ মার্টিন যেভাবে সেক্সকে এনেছে এতে মার্টিনকে পারভার্ট ছাড়া আর কিছু মনে হয় নি। ইতিহাসের নারীরা অবলা ভূমিকা পালন করেছে এতদিন কিন্তু এখানে মেয়েরাই সর্বেসর্বা। মানবজাতির সব যৌনতাই তুলে ধরা হয়েছে এখানে। এতটা যৌনতা না থাকলেও গটের চমৎকারিত্বের কোনো ঘাটতি থাকতো নাহ। কিছু কিছু দৃশ্য শুধু ডায়লগের মাধ্যমে বলে নিউডিটি সরিয়ে ফেলা যেতো।রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে নয় যে কোনো ভিউয়ারের কাছেই এর যৌনতার আধিক্য চোখে পড়বে।আমার মতে দৃষ্টিভঙ্গি চেন্জ করে এর কাহিনী, পলিটিক্স, সংস্কৃতির টুইস্ট উইভোগ করাটাই শ্রেয়। একেকটা ফ্যামিলির সংস্কৃতি যেভাবে ফুটিয়ে তুলছে না আসলে না দেখলে বোঝানো সম্ভব নয়।
এছাড়া খালিসির ড্রাগন, রেড ওমেনের ব্লাক ম্যাজিক , হোয়াইট ওয়াকার তো আছেই।
সবশেষে এটি মারাত্বক এডিকটেড। একবার দেখতে বসলে শেষ না করে উঠা যায় না।
""When you play the game of thrones, you win or you die. There is no middle ground." - Cersei Lannister
No comments:
Post a Comment