Sunday, July 30, 2023
বান্ধবী এমিলির খুনি কে আদেও কি বের করতে পারবে তারা?
হাতে পেয়ে গেলাম আমাদের Arnab Kabir এর দ্বিতীয় অনুবাদগ্রন্ধ "পেনান্স"
ভলিভল খেলতে গিয়ে আচমকা একটি বাচ্চা মেয়ের খুন, যেই খুনের বোঝা বয়ে বেড়াচ্ছে তাে চার বান্ধবী। পনের বছর পরও সেই খুনের ভয়াবহ স্মৃতি থেকে বের হতে পারেনি। কেউ যেনো এখনও নিশ্চিত করতে চায় যেনো আজীবন এই ঘটনাটি মনে রাখে।
কি হবে তাহলে সায়ে, মাকি, ইউকো ও আকিকোর সাথে? তাদের বান্ধবী এমিলির খুনি কে আদেও কি বের করতে পারবে তারা?
গতরাতে পড়তে পড়তে নিজেই যেনো একেকটি চরিত্র এর মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমাদের সবার জীবনেই কত রকম ছোট বড় ঘটনা ঘটে যেগুলাকে সারাজীবন বয়ে বেড়াই আমরা। এইসব ঘটনা যে আমাদের পরবর্তী জীবনে কতভাবে প্রভাব ফেলে নিজেরাও বুঝতে পারি না।
সাইকোলজি ট্রমার এই শ্বাসরুদ্ধকর আখ্যান জানতে পড়ে ফেলতে পারেন পেনান্স।
#পেনান্স #কানায়ে_মিনাতো #অর্ণব #penance
Subscribe to:
Posts (Atom)