"বিদায়" শব্দটা তিন অক্ষরের হলেও এটার বেদনা
কত টুকু তা আমরা এখন বুঝতে পারছি।। স্কুলের
ছুটির ঘন্টা টা আজ মনে হল একটু তাড়াতাড়ি ই
বেজে গেল।। হয়তোবা "স্কুলে এসে ক্লাসে করতে
অনেক
ইচ্ছা হবে, কিন্তু এসে ইচ্ছা টা পূরণ করা হয়ত আর
সম্ভবপর হবে নাহ।
কথাটা ভাবতেই কেন জানি মনটা খারাপ হয়ে
গেল।। আসলেই জীবনটা খুবই ছোট, ২য়-৩য়
শ্রেণীতে থাকতে ভাবতাম
কখন ৭ম-৮ম শ্রেণীতে উঠব।। আর ৭ম-৮ম শ্রেণীতে
উঠে ভাবতাম কবে স্কুল জীবন টা শেষ করব। হয়ত
এখন সেই সময় টা এসেছে। কিন্তু
আজকে কেন এত খারাপ
লাগছে ক্যান জানি না নিজের অজান্তেই চোখের কোণে দুই
ফোঁটা চোখের জল এসে বলছে "যেতে তো চাইনা
তবুও কেন
তাঁড়িয়ে দিচ্ছো আজকে এইভাবে
হতে পারে নিজের অজান্তেই স্কুল
এবং স্কুলের সবাই কে অনেক
অনেক ভালবেসে ফেলেছি।। যা হয়ত ২য়-৩য় এবং
৭ম-৮ম
শ্রেণীতে থাকতে বুঝতে পারিনি।
কিন্তু এখন বিদায়
কালে বুঝতে পারছি কতটা ভালবাসলে স্কুল
ছেড়ে স্কুলের ফ্রেন্ড
ছেড়ে স্কুলের শিক্ষক ছেড়ে স্কুলের
ফেলা আসা স্মৃতি গুলোর জন্য আমাদের চোখের কোণে জল
আসতে পারে।।
আর হবে নাহ স্কুলে এসে মামুদের
জড়িয়ে কুশল বিনিময়
করা, শেষ বেঞ্চে বসা, পড়া না পারলে স্যার এর বকা, এক
জনে দোষ করে আরেক জনকে দোষারোপ করা,
ফাজলামি করে স্যার দের ডায়লগ নকল
করা, একেক জনকে এক
এক নামে ডেকে ক্ষেপিয়ে দেওয়া,,
রাবার দিয়ে মারা-মারি, ক্লাসের
ফাঁকে ফাঁকে সবাই মিলে গান গাওয়া এক জনের
টিফিন অন্য জনে খেয়ে ফেলা,, কলম আলি নাই
বলে স্যার এবং ফ্রেন্ডদের
থেকে কলম নিয়ে আর ফেরত না দেওয়া,, ক্স্যার
দের ক্লাস
ফাঁকি দিয়ে ছাদে লুকিয়ে থাকা,
স্যার-ম্যাডাম দের ভয়ে চুল
ঠীক করা, কর্মাস ক্লাসের নাম দিয়ে এই বিল্ডিং
থেকে অন্য
বিল্ডিং এ ঘুরা ঘুরি করা,, আর সবথেকে মজার
ছিলো টিফিনের পরে ক্লাস না করা।টিফিন ফাঁকি
দিয়ে ক্রিকেট খেলা।। স্যার বা ফাকির কারণ জানতে
চাইলে হাজার রকমের অজুহাত দেয়া। নিজেরাই
একেকটা টুর্নামেন্ট আয়োজন করে তাঁতেও
অংশগ্রহণ করা। স্যার দের সাথে আর পড়া হবে নাহ স্কুলে দাড়িয়ে আমার
সোনার, আমি তোমায়
ভালবাসি", আর কোন স্যার বলবে নাহ স্কুল
ইউনিফ্রম টা কাল
থেকে ঠিক করে পড়ে আসবা,
না হলে স্কুলে ঢুকতে দেওয়া হবে নাহ। আর কত
কি?? স্কুল লাইফে কিছু বন্ধু পেয়েছিলাম, যারা
ছিলো জীবনে পাওয়া সেরাহ কিছু।
শত চেস্টা করলেও আর ফিরে পাব নাহ স্কুল
জীবনের সেই মুহূর্ত
গুলো।। আজ থেকে সব কেন
জানি স্মৃতি বিদ্যালয়ের
স্মৃতি হয়ে গেল।। স্কুল জীবনটা কে খুব মিস করব
তার থেকে বেশি মিস করব "তোদের" এবং "শেষ
কয়েকটা ক্লাস" যেগুলো তে এক মুহুতের জন্য সবাই
ভুলেই
গেছিলাম স্কুল বিদায়ের কথা।
কিন্তু বিদায় কালে আমাদের স্যারদের একটা কথা
শুনে ভাল
লাগল তা হল:- "আমাদের এই ২০১৫ পরিক্ষার্থী
নাকি স্যারের
প্রিয় ১টা ব্যাচ" যা নাকি তাঁরা ২০১৪
পরিক্ষার্থী থেকে পাইনাই এবং ভবিষ্যৎ
তে পারে কিনা জানেন না
তোদের অনেক সময় অনেক কিছু বলছি-- মনে কষ্ট
দিয়ে থাকলে সবাই ক্ষমা করে দিস।।
সবার জন্য শুভ কামনা রইল.... জানিনা স্কুল
কে ভাল কিছু উপহার
দিত পারব কি না কিন্তু দেওয়ার
চেস্টা করব। নাকি স্যারের
প্রিয় ১টা ব্যাচ" যা নাকি তাঁরা ২০১৪
পরিক্ষার্থী থেকে পাইনাই এবং ভবিষৎ
তে পাবে কিনা জানেন না"
তোদের অনেক সময় অনেক কিছু বলছি-- মনে কষ্ট
দিয়ে থাকলে সবাই ক্ষমা করে দিস।।
সবার জন্য শুভ কামনা রইল.। বিদায় স্কুল জীবন। বিদায়।
Tuesday, January 27, 2015
স্কুলজীবনের বিদায়
Subscribe to:
Posts (Atom)